কে বাঙালি?
আজকাল রাজপথে স্লোগান ওঠছে — ‘তুমি কে ? আমি কে ? বাঙালি , বাঙালি!’ কেন এই স্লোগান ? আমরা সবাই কি বাঙালি নই ? আমাদের কেউ কেউ নিজেদের কি বাঙালি মনে করেন না ? ১৯৭২-এর সংবিধান অনুযায়ী — ‘বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন’ (প্রজাতন্ত্র > নাগরিকত্ব ৬ : ২ ) । এখানে বাংলাদেশ নামক নতুন দেশটির সকল বাসিন্দাকে বাঙালি বলা হয়েছে । চাকমা নেতা মানবেন্দ্র লারমা সংসদে এর প্রতিবাদ করে বলেছিলেন — ‘কোনও সংজ্ঞা বা যুক্তির অধীনে চাকমা বাঙালি হতে পারে না বা বাঙালি চাকমা হতে পারে না।’ সাধারণভাবে , ‘ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে একটা বিশিষ্ট জীবনযাত্রা-প্রণালি , ভাষা ও সংস্কৃতি অনুসরণ করেন তাদের বাঙালি বলা হয় ’ । তবে বাংলা ভাষায় কথা বললেই কেউ বাঙালি হয়ে যায় না । যেমন ইংরেজি ভাষায় কথা বললেই কেউ ইংরেজ হয়ে যায় না । বাঙালি হতে হলে বাঙালির জীবনযাত্রা-প্রণালি ও সংস্কৃতি অনুসরণ করতে হয় । সব কিছুর উপরে যে জিনিসটি অপরিহার্য তা হচ্ছে বাঙালির বিশেষ নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া । ‘ নৃতাত্ত্বিক জাতি বলতে আমরা এমন এক জনসমষ্টিকে বুঝি যাঁদের সকলের মধ্যেই জীন-কণা (...