Posts

Showing posts from September, 2024

কে বাঙালি?

আজকাল রাজপথে স্লোগান ওঠছে — ‘তুমি কে ? আমি কে ? বাঙালি , বাঙালি!’ কেন এই স্লোগান ? আমরা সবাই কি বাঙালি নই ? আমাদের কেউ কেউ নিজেদের কি বাঙালি মনে করেন না ? ১৯৭২-এর সংবিধান অনুযায়ী — ‘বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন’ (প্রজাতন্ত্র > নাগরিকত্ব ৬ : ২ ) । এখানে বাংলাদেশ নামক নতুন দেশটির সকল বাসিন্দাকে বাঙালি বলা হয়েছে । চাকমা নেতা মানবেন্দ্র লারমা সংসদে এর প্রতিবাদ করে বলেছিলেন — ‘কোনও সংজ্ঞা বা যুক্তির অধীনে চাকমা বাঙালি হতে পারে না বা বাঙালি চাকমা হতে পারে না।’ সাধারণভাবে , ‘ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে একটা বিশিষ্ট জীবনযাত্রা-প্রণালি , ভাষা ও সংস্কৃতি অনুসরণ করেন তাদের বাঙালি বলা হয় ’ । তবে বাংলা ভাষায় কথা বললেই কেউ বাঙালি হয়ে যায় না । যেমন ইংরেজি ভাষায় কথা বললেই কেউ ইংরেজ হয়ে যায় না । বাঙালি হতে হলে বাঙালির জীবনযাত্রা-প্রণালি ও সংস্কৃতি অনুসরণ করতে হয় । সব কিছুর উপরে যে জিনিসটি অপরিহার্য তা হচ্ছে বাঙালির বিশেষ নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া । ‘ নৃতাত্ত্বিক জাতি বলতে আমরা এমন এক জনসমষ্টিকে বুঝি যাঁদের সকলের মধ্যেই জীন-কণা (...

জেনোসাইড ও গণহত্যা কি সমার্থক?

সংবাদ মাধ্যমে ‘জেনোসাইড’ এবং ‘গণহত্যা’ শব্দ দুটি প্রায়শ গুলিয়ে ফেলা হয় । যেন   গণহত্যা আর জেনোসাইড দুটি সমার্থক শব্দ। আসলেই কি তাই? দেখা যাক, শব্দ দুটির প্রকৃত অর্থ কী। ‘জেনোসাইড’ শব্দটির অফিসিয়াল সংজ্ঞা নির্ধারিত হয়েছে জাতিসংঘের ‘জেনোসাইড কনভেনশন’ দ্বারা ১৯৪৮ সালে। এই সংজ্ঞা অনুযায়ী, ‘genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group’ — অর্থাৎ, জেনোসাইড হল কোনও জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কিছু নির্দিষ্ট কর্ম। এই কর্মগুলো হলঃ ১) সেই জনগোষ্ঠীর সদস্যদের হত্যা করা; ২) সেই জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা; ৩) জনগোষ্ঠীর জীবনযাত্রার এমন অবস্থা সৃষ্টি করা যাতে তাদের শারীরিক ধ্বংস অনিবার্য হয়ে ওঠে; ৪) জনগোষ্ঠীতে জন্মগ্রহণ প্রতিরোধ করার উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করা; ৫) সেই জনগোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য জনগোষ্ঠীতে স্থানান্তরিত করা।   এই পাঁচটি কাজের যে কোনও একটিকে জেনোসাইড হিসেবে গণ্য করা...