কুই বোনো: কার সুবিধা হল ?

অপরাধমূলক কোনও ঘটনা সংঘটিত হলে মানুষ জানতে চায় — ঘটনার মোটিভ কী? কে ঘটিয়েছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমেই যে কাজটি প্রয়োজন, তা হল নিজেকে প্রশ্ন করা — cui bono? অর্থাৎ, এতে কার সুবিধা হল?

কুই বোনো’ একটি ল্যাটিন শব্দগুচ্ছ, যার ইংরেজি অর্থ ‘Who benefits?’ বা কার লাভ হল?’এটি অপরাধ তদন্ত এবং বিশ্লেষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত, যে পক্ষ যত বেশি লাভবান হয়, ঘটনার জন্য তাদের দায়ী হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। এভাবে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়

খ্রিস্টপূর্ব ১২৫ সালে রোমান রাজনীতিবিদ ও প্রসিকিউটর লুসিয়াস ক্যাসিয়াসকুই বোনো’ তত্ত্বকে একটি আইনি নীতিমালা হিসেবে প্রবর্তন করেন। এই তত্ত্বের ভিত্তি হল — অপরাধ সাধারণত অপরাধীর সুবিধার জন্য সংঘটিত হয়। কোনও ঘটনা ঘটার পর যাদেরকে সুবিধাজনক অবস্থানে দেখা যায় বা যাদের লাভবান হতে দেখা যায়, তারাই সন্দেহের তালিকায় প্রথমে থাকে

কুই বোনোনীতির প্রয়োগ অপরাধের মোটিভ বোঝা এবং সম্ভাব্য অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে এক কার্যকরী হাতিয়ার। 

Comments

Popular posts from this blog

দুর্গাপূজা কেন সর্বজনীন উত্‍সব