একটি রেখা না মুছে ছোট করা

মোগল সম্রাট আকবরের রাজসভায় ছিলেন নয়জন মেধাবী উপদেষ্টা, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন বীরবল। তাঁর সূক্ষ্ম বুদ্ধি ও রসবোধের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। সম্রাট আকবর প্রায়ই মজা করে বীরবলের বুদ্ধির পরীক্ষা নিতেন এবং কখনও কখনও তাঁকে বোকা বানানোর চেষ্টা করতেন

একদিন সম্রাট বীরবলকে মাটিতে একটি সরল রেখা আঁকতে বললেন। বীরবল নির্ধারিত রেখাটি এঁকে দিলেন। এরপর সম্রাট নির্দেশ দিলেন, রেখাটি ছোট করতে হবে, তবে কোনও অংশ মোছা যাবে না

make a line shorter without erasing it.

প্রথম দেখায় কাজটি অসম্ভব মনে হচ্ছিল। উপস্থিত সবাই ভাবলেন, এবার বীরবল নিশ্চয়ই পরাজিত হবেন। কিন্তু বীরবল কিছুক্ষণের মধ্যেই এমন এক সমাধান বের করলেন, যা দেখে সবাই বিস্মিত হয়ে গেলেন। তিনি রেখার পাশে আরও বড় একটি রেখা এঁকে দিলেন, যা আগের রেখাটিকে আপনা থেকেই ছোট দেখাতে শুরু করল

সম্রাট আকবর বীরবলের বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন

গল্পের শিক্ষণীয় দিক:
এই গল্প আমাদের শেখায় যে, প্রতিযোগিতায় জয়ী হতে চাইলে অন্যের ক্ষতি বা হেয় না করে নিজের সামর্থ্য ও দক্ষতাকে উন্নত করা প্রয়োজন। নিজের অবস্থান আরও শক্তিশালী করে তুললে প্রতিদ্বন্দ্বী আপনা থেকেই দুর্বল হয়ে যাবে

বর্তমান প্রাসঙ্গিকতা:
আজকের বিশ্বে অনেক দেশে মানবপ্রেমের চেয়ে জাতিপ্রেম বেশি গুরুত্ব পাচ্ছে। জাতিপ্রেমের একটি দিক হল, নিজেদের বড় প্রমাণ করার জন্য অন্যদের ছোট বা হেয় করা। কিন্তু মিথ্যা বা ভ্রমের মাধ্যমে এই বড়ত্ব শুধু নিজেদের কাছে সীমাবদ্ধ থাকে, বিশ্বসভায় এর কোনও মূল্য নেই। প্রকৃত সাফল্য অর্জন করতে হলে নিজেদের দক্ষতা, মানবিকতা ও ক্ষমতার বিকাশ ঘটাতে হবে

Comments

Popular posts from this blog

দুর্গাপূজা কেন সর্বজনীন উত্‍সব