Posts

কুই বোনো: কার সুবিধা হল ?

অপরাধমূলক কোনও ঘটনা সংঘটিত হলে মানুষ জানতে চায় — ঘটনার মোটিভ কী ? কে ঘটিয়েছে ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমেই যে কাজটি প্রয়োজন , তা হল নিজেকে প্রশ্ন করা — cui bono? অর্থাৎ , এতে কার সুবিধা হল ? ‘ কুই বোনো’ একটি ল্যাটিন শব্দগুচ্ছ , যার ইংরেজি অর্থ ‘Who benefits?’ বা ‘ কার লাভ হল ?’ । এটি অপরাধ তদন্ত এবং বিশ্লেষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত , যে পক্ষ যত বেশি লাভবান হয় , ঘটনার জন্য তাদের দায়ী হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। এভাবে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয় । খ্রিস্টপূর্ব ১২৫ সালে রোমান রাজনীতিবিদ ও প্রসিকিউটর লুসিয়াস ক্যাসিয়াস ‘ কুই বোনো’ তত্ত্বকে একটি আইনি নীতিমালা হিসেবে প্রবর্তন করেন। এই তত্ত্বের ভিত্তি হল — অপরাধ সাধারণত অপরাধীর সুবিধার জন্য সংঘটিত হয়। কোনও ঘটনা ঘটার পর যাদেরকে সুবিধাজনক অবস্থানে দেখা যায় বা যাদের লাভবান হতে দেখা যায় , তারাই সন্দেহের তালিকায় প্রথমে থাকে । ‘ কুই বোনো ’ নীতির প্রয়োগ অপরাধের মোটিভ বোঝা এবং সম্ভাব্য অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে এক কার্যকরী হাতিয়ার। 

ফ্যাসিবাদ — এক সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদ

ফ্যাসিবাদ হল এমন এক সর্বনিয়ন্ত্রণবাদী রাজনৈতিক মতবাদ , যা সমাজ ও রাষ্ট্রের সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করে এবং কোনও বিরোধিতা সহ্য করে না। এটি সাধারণত কর্তৃত্ববাদ ও একনায়কতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে গণতন্ত্র ও মুক্ত মতপ্রকাশের বিপক্ষে থাকে। ঐতিহাসিকভাবে , ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের প্রবক্তা ছিলেন এবং পরবর্তীতে আডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানিতে ফ্যাসিবাদ ভয়াবহ রূপ নেয়। ফ্যাসিবাদের উৎপত্তি ‘ ফ্যাসিস্ট’ শব্দটি এসেছে " fascio" থেকে , যার অর্থ ইতালীয় ভাষায় "আঁটি"। প্রাচীন রোমে ‘ঐক্যের মাধ্যমে শক্তি’র প্রতীক হিসেবে গাছের সরু ডালের আঁটি ব্যবহৃত হত। এই সূত্র ধরেই বেনিতো মুসোলিনি ‘একতাই শক্তি’ বার্তা দিতে ফ্যাসিস্ট শব্দটি উদ্ভাবন করেন। তিনি 1921 সালে ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন , যা জাতীয় ঐক্যের কথা বলে এবং বিরোধীদের দমন করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে। মুসোলিনি মূলত সমাজতন্ত্রীদের ঘৃণা করতেন এবং তাঁর ফ্যাসিবাদী সহিংসতার লক্ষ্য ছিল সমাজতন্ত্রীদের শাস্তি দেওয়া। প্রথম বিশ্বযুদ্ধের সময় সমাজতন্ত্রীরা ইতালিকে সমর্থন করেনি , যা মুসোলিনির ক্রোধের...

দুর্গাপূজা কেন সর্বজনীন উত্‍সব

‘ শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী । সোনার আলোয় জাগবে পৃথিবী , বাজবে আলোর বাঁশি । আকাশ পটে মহামায়ার ভুবনমোহিনী হাসি ’ । এই ভুবনমোহিনী হাসির অন্তরালে রয়েছে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী । পুরাণ অনুসারে , মহিষাসুর নামক অসুরের অত্যাচারে স্বর্গ , মর্ত্য এবং পাতাল — সব জগৎ কাঁপছিল । তখন ব্রহ্মা , বিষ্ণু ও মহেশ্বর তাঁদের শক্তি একত্রিত করে দেবী দুর্গাকে সৃষ্টি করেন । রণদেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করে তাঁকে বধ করেন এবং শুভশক্তির প্রতিষ্ঠা করেন । দুর্গাপূজা সেই বিজয়কেই স্মরণ করে । ‘ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যুদ্ধ ’ একটি সর্বজনীন এবং চিরন্তন বিষয় , যা প্রাচীন পুরাণ থেকে আধুনিক সমাজ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রূপে উঠে এসেছে । অর্থাত্‍ এই ধারণাটি শুধু ধর্মীয় ও পৌরাণিক কাহিনীতে সীমাবদ্ধ নয় , বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের নৈতিক এবং সামাজিক বাস্তবতায়ও প্রাসঙ্গিক । আজকের সামাজিক , রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির আলোকে ‘ অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যুদ্ধ ’ কে নতুনভাবে নির্ণয় করা যেতে পারে । যেমন , অন্যায় , দুর্নীতি , অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে যে সম...

কে বাঙালি?

আজকাল রাজপথে স্লোগান ওঠছে — ‘তুমি কে ? আমি কে ? বাঙালি , বাঙালি!’ কেন এই স্লোগান ? আমরা সবাই কি বাঙালি নই ? আমাদের কেউ কেউ নিজেদের কি বাঙালি মনে করেন না ? ১৯৭২-এর সংবিধান অনুযায়ী — ‘বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন’ (প্রজাতন্ত্র > নাগরিকত্ব ৬ : ২ ) । এখানে বাংলাদেশ নামক নতুন দেশটির সকল বাসিন্দাকে বাঙালি বলা হয়েছে । চাকমা নেতা মানবেন্দ্র লারমা সংসদে এর প্রতিবাদ করে বলেছিলেন — ‘কোনও সংজ্ঞা বা যুক্তির অধীনে চাকমা বাঙালি হতে পারে না বা বাঙালি চাকমা হতে পারে না।’ সাধারণভাবে , ‘ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে একটা বিশিষ্ট জীবনযাত্রা-প্রণালি , ভাষা ও সংস্কৃতি অনুসরণ করেন তাদের বাঙালি বলা হয় ’ । তবে বাংলা ভাষায় কথা বললেই কেউ বাঙালি হয়ে যায় না । যেমন ইংরেজি ভাষায় কথা বললেই কেউ ইংরেজ হয়ে যায় না । বাঙালি হতে হলে বাঙালির জীবনযাত্রা-প্রণালি ও সংস্কৃতি অনুসরণ করতে হয় । সব কিছুর উপরে যে জিনিসটি অপরিহার্য তা হচ্ছে বাঙালির বিশেষ নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া । ‘ নৃতাত্ত্বিক জাতি বলতে আমরা এমন এক জনসমষ্টিকে বুঝি যাঁদের সকলের মধ্যেই জীন-কণা (...

জেনোসাইড ও গণহত্যা কি সমার্থক?

সংবাদ মাধ্যমে ‘জেনোসাইড’ এবং ‘গণহত্যা’ শব্দ দুটি প্রায়শ গুলিয়ে ফেলা হয় । যেন   গণহত্যা আর জেনোসাইড দুটি সমার্থক শব্দ। আসলেই কি তাই? দেখা যাক, শব্দ দুটির প্রকৃত অর্থ কী। ‘জেনোসাইড’ শব্দটির অফিসিয়াল সংজ্ঞা নির্ধারিত হয়েছে জাতিসংঘের ‘জেনোসাইড কনভেনশন’ দ্বারা ১৯৪৮ সালে। এই সংজ্ঞা অনুযায়ী, ‘genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group’ — অর্থাৎ, জেনোসাইড হল কোনও জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কিছু নির্দিষ্ট কর্ম। এই কর্মগুলো হলঃ ১) সেই জনগোষ্ঠীর সদস্যদের হত্যা করা; ২) সেই জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা; ৩) জনগোষ্ঠীর জীবনযাত্রার এমন অবস্থা সৃষ্টি করা যাতে তাদের শারীরিক ধ্বংস অনিবার্য হয়ে ওঠে; ৪) জনগোষ্ঠীতে জন্মগ্রহণ প্রতিরোধ করার উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করা; ৫) সেই জনগোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য জনগোষ্ঠীতে স্থানান্তরিত করা।   এই পাঁচটি কাজের যে কোনও একটিকে জেনোসাইড হিসেবে গণ্য করা...